স্টাফ রিপোর্টার: দেশেরসকল খেলার মাঠ, খাল ও পার্ক রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশদিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি কাজীরেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এআদেশ দেন।স্থানীয় সরকারসচিব, পরিবেশসচিব, পানিসম্পদসচিব ও অর্থসচিব এবংপানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এই ৫ জনকে জেলা প্রশাসকদের প্রতি মাঠ ওখাল রক্ষায় নির্দেশনা জারি করতে আদেশ দেয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যেএ আদেশ বাস্তবায়ন করে একটি অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলাহয়েছে।জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফরবাংলাদেশ। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ।