বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সামনে এগিয়ে চলেছি
কোটচাঁদপুরপ্রতিনিধি: ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আমরা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এটা সম্ভব হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের কারণে। অফিস-আদালতে ডিজিটাল পদ্ধতির ব্যবহার এক নতুন ধারার প্রচলন করেছে। গ্রাম-বাংলার শিক্ষাসহ সকল ব্যবস্থায় পরিবর্তন এনেছে। বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সামনে এগিয়ে চলেছি।গতকাল সোমবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুদিনব্যাপি ডিজিটাল মেলার শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহের জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুবকর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপক কুমার। প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। আলোচনাসভা শেষে প্রধান অতিথি ডিজিটাল মেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।