স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আবেদ আলী (৪০)নামে এক নসিমনচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকেকুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে লক্ষ্মীপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানাগেছে, নসিমনচালক আবেদ আলী নসিমন বোঝাই করে কলা নিয়ে লক্ষ্মীপুরবাজারেযাওয়ার পথে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে আবেদ আলীনসিমন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেলহাসাপাতালে ভর্তি করার পরপরই তিনি মারা যান। কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুলখালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত আবেদ আলীর লাশউদ্ধার করে হাসপাতালমর্গে নেয়া হয়েছে। তিনি লক্ষ্মীপুর এলাকার জবেদ আলীর ছেলে।