ডাউকি প্রতিনিধি: আলমডাঙ্গার বেলগাছি গ্রামের বাদল শেখকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজচক্র মুক্তিপণ আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতপরশু রোববার রাতে ওলি শেখের ছেলে বাদল শেখ প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায় করা হয় বলে অভিযোগকারী জানিয়েছেন। তবে এর আড়ালে অন্য কোনো ঘটনা নিহিত রয়েছে কি-না তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। অভিযোগকারী গ্রামের বেশ কয়েকজনের নাম উল্লেখ করে তারা চাঁদাবাজি করে বলে দাবি করেছেন।