সুচিত্রারপৈত্রিক বাড়ি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা নেই

 

স্টাফ রিপোর্টার: উপমহাদেশেরবাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের পাবনার পৈত্রিকবাড়ির অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা নেই মর্মে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টেরআপিল বিভাগ। গতকালরোববার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিসুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। ফলেসেখানে থাকা ইমাম গাযযালী ইনস্টিটিউটকে উচ্ছেদে আইনগত কোনো বাধা নেই।জানাযায়, ১৯৮৭ সালে সুচিত্র সেনের বাড়িটি ইমাম গাযযালি ইনস্টিটিউটকে এক বছরেরজন্য লিজ দেয়া হয়। এরপর ২০০৯ সালের ২২ জুন ইনস্টিটিউটটিকে উচ্ছেদের নোটিশদেয়া হয়। নোটিশ প্রাপ্তির পর ইমাম গাযযালি ইনস্টিটিউট কর্তৃপক্ষ তাদেরস্থাপনাটি বজায় রাখতে হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করে।রিটেরপ্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল দেন। চূড়ান্ত শুনানি নিয়ে ২০১১ সালের ১৮আগস্ট হাইকোর্ট আবেদন খারিজ করে রায় দেন। একই সাথে সুচিত্রা সেন স্মৃতিসংগ্রহশালা নির্মাণে সরকারের সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন করতে এবংসাংস্কৃতিক অঙ্গনে অবদান বিবেচনা করে সুচিত্রা সেনের জন্মস্থান রক্ষা ওসংরক্ষণ করতে বলা হয়। এ রায়ের বিরুদ্ধে ২০১১ সালে ইনস্টিটিউটের ট্রাস্টিআইয়ুব হোসেন খান লিভ টু আপিল করেন। লিভ টু আপিলের শুনানি শেষে গতকাল রোববারআদালত তা খারিজ করে এ আদেশ দেন।