ওডেসার পুলিশ সদরদপ্তরে রুশপন্থিদের হামলা

মাথাভাঙ্গা মনিটর: ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় ওডেসায় সহিংসতায় ৪২ জন নিহতের দুদিনের মাথায় পুলিশ সদরদপ্তরে হামলা করেছে রুশপন্থি আন্দোলনকারীরা।এ হামলার ঘটনায়শুক্রবারের সহিংসতার সময় আটক কয়েকজনকে মুক্তি দিতে বাধ্য হয়েছেপুলিশ।ওইদিনের সহিংসতায় অন্তত ৪২ জন নিহত হয়। নিহতদের বেশিরভাগই রুশপন্থিবিচ্ছিন্নতাবাদী। ইউক্রেইনের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সহিংসতা ঠেকাতে ব্যর্থতারজন্য নিরাপত্তা বাহিনীকে দোষারোপ করেছেন।বড় ধরনের ওই সহিংসতার রেশ নাকাটতেই রোববার শশরুশপন্থি বিচ্ছিন্নতাবাদী ওডেসার পুলিশ সদরপ্তরে হামলে পড়ে।রুশপন্থিদের শান্তিপূর্ণ মিছিল হঠাৎই সহিংসতায় রূপ নিলে মুখোশ পরা ও অস্ত্রধারীরুশপন্থি কর্মীরা দপ্তরের জানালা-দরজা ভেঙে জোর করে ভেতরে প্রবেশকরে।অবস্থা বেগতিক দেখে পুলিশ তড়িঘড়ি আটক কয়েকজনকে মুক্তি দেয়। বিক্ষুব্ধরাএ সময় রাশিয়া রাশিয়াস্লোগান দিচ্ছিলো।আন্দোলনকারীরা পুলিশ সদরদপ্তরে ইউক্রেইনের পতাকানামিয়ে ওডেসা নগরীর পতাকা ওড়ায়। একটি লরিতে করে তারা সোজা ঢুকে পড়ে পুলিশকম্পাউন্ডে।