সরোজগঞ্জ যুগিরহুদা কাচারীপাড়া থেকে ফেনসিডিল উদ্ধার : গ্রেফতার ১

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ যুগিরহুদা কাচারীপাড়ার দিনুর বাড়িতে তল্লাশি করে দেড় বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে ঝিনাইদহ র‌্যাব।ফেনসিডিলসহ দিনুর ছেলে দিপক কুমারকে গ্রেফতার করা হয়েছে।

জানাগেছে, ঝিনাইদহ র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে সরোজগঞ্জ যুগিরহুদা কাচারীপাড়ার মৃত শচিন অধিকারীর ছেলে দিনুর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে।অভিযান চালিয়ে দিনুর ঘরের ভেতর থেকে দেড় বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়।গ্রেফতার করা হয় দিনুর ছেলে দিপক কুমারকে (২৪)।র‌্যাব বলেছে দিনুর ছেলে দিপক কিছুদিন ধরে গোপনে ফেনসিডিল বিক্রি করে আসছে।