মেহেরপুর অফিস: কারামুক্ত হওয়ার পর মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত করেছেন। গত গত শুক্রবার রাত ১১টায় তিনি বেগম খালেদা জিয়ার গুলশানস্থ কার্যালয়ে ফুল দিয়ে বেগম জিয়াকে শুভেচ্ছা জানান। এ সময় বেগম খালেদা জিয়া মেহেরপুরের বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে মতবিনিময় করেন। মেহেরপুর জেলা বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো. রমজান আলী এ সময় সেখানে উপস্থিত ছিলেন।