দামুড়হুদায় বিএনপির সংবর্ধনাসভায় যুগ্মআহবায়ক মাহমুদ হাসান খান বাবু

 

জনবিচ্ছিন্ন অবৈধ এ সরকারকে পতন ঘটাতে ঐক্যবদ্ধ হোন

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্মআহবায়ক মাহমুদ হাসান খান বাবু বলেন, জনবিচ্ছিন্ন অবৈধ এ সরকারকে পতন ঘটাতে ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিতে প্রস্তুত থাকতে হবে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে ব্রিজ রোডের আড়তপট্টিতে দামুড়হুদা উপজেলা বিএনপির আয়োজনে সংর্বধনাসভায় উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী শাহর সভাপতিত্বে তিনি আরও বলেন,বর্তমান সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে খুন-গুম, মামলা, হামলার পথ বেছে নিয়েছে। এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এ সরকারকে বিদায় করতে হলে ১৯ দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জেল হোসেন, যুবদল নেতা মোকারম হোসেন, রফিকুল হাসান তনু, দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মালিতা, সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল হক, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী শাহ্ মিন্টু, আব্দুল ওয়াহেদ, মদনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউদ্দীন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আব্দুর রাজ্জাক, সামসুল আলম, কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রশিদ, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম মেম্বার, দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল, যুবদল নেতা রহিম, সামসুল, আবু ছাইদ বিশ্বেস, হাকিম, ইকরামুল মেম্বার, তুতাম প্রমুখ। জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুকে মোটোরসাইকেল শোভাযাত্রাসহকারে দামুড়হুদায় আনা হয়। সভায় জেলা বিএনপির ১নং যুগ্মআহ্বায়ক হওয়ায় ফুলের তোড়া উপহার দেয়া হয়। সভার পরিচালনা করেন যুবদল নেতা মোকররম হোসেন।

আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১ম যুগ্মআহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু গতকাল শনিবার দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন। দামুড়হুদা, দর্শনা, বেগমপুর, তিতুদহ ও জীবননগর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভালোবাসা আর ফুলেল শুভেচ্ছা জানাতে তার বাড়িতে ভিড় করতে থাকেন। গভীর রাত পর্যন্ত দফায় দফায় দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হলেন আন্দুলবাড়িয়ার কৃতীসন্তান বাবু খান। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় বৈঠককালে বলেন, আপনাদের নিকট আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন। আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি দেশনেত্রীর দেয়া দায়িত্ব ও অসমাপ্ত সাংগঠনিক কাজ সমাপ্ত করতে চাই। আলোচনার দরজা খোলা। আলোচনার টেবিলে বসে আসুন আমরা সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে যাই। আমার নিজস্ব মতামতের ভিত্তিতে নয়, আপনাদের মতামত ও সুপরামর্শে সকলের সহযোগিতায় শক্তিশালী দল গঠন করি। তাই আসুন খোলা মন নিয়ে সকল দ্বিধা, দ্বন্দ্ব, গ্রুপিং লবিং ভুলে দলের স্বার্থে আমরা এক হয়ে কাজ করি। আজ সারা দেশে সরকার নৈরাজ্য সৃষ্টি করছে। হত্যা, গুম, অপহরণ, আইনশৃংঙ্খলার চরম অবনতি। দেশবাসী গভীর উদ্বেগ উৎকন্ঠার মধ্যে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাকশালী এ সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলি।

জীবননগর ব্যুরো জানিয়েছে,চুয়াডাঙ্গা জেলা বিএনপির নবনির্বাচিত ১ নং যুগ্মআহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি কেন্দ্রীয় যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান বাবু খানকে ব্যাপক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শুক্রবার বিকেলে জীবননগর উপজেলা বিএনপির উদ্যোগে আখসেন্টারে এ সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে হাসাদাহ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকে সংবর্ধনাস্থলে নিয়ে আসা হয়। সভায় সংবর্ধিত প্রদান অতিথি মাহমুদ হাসান খান বাবু সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এ ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিদায় করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, বেগমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী ও দামুড়হুদা সদর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনু। জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাজি সাইদুর রহমান ধুন্দু, দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী শাহ্, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন চুন্নু, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ প্রমুখ এ সময় বিশেষ অতিথি ছিলেন।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় বিএনপি-যুবদল ও ছাত্রদলসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাতে মতবিনিময় করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। গতকাল শনিবার বেলা২টার দিকে দর্শনা পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাবু খান বলেন, নিজেদের মধ্যে অন্তদ্বন্দ ভুলে দলকে আরো শক্তিশালী করতে হবে। সেক্ষেত্রে এখন থেকেই নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি বন্ধ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করে গণতন্ত্র হত্যাকারী বর্তমান সৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সকলকে প্রস্তুত থাকতে হবে সরকার হঠাও আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য। উপস্থিত ছিলেনদামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী শাহ, দর্শনা পৌর বিএনপির সভাপতি হাজি খন্দকার শওকত আলী, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোকন খান, মাহতাব উদ্দীন, বিএনপি নেতা নুরু মিস্ত্রী, আমিনুল ইসলাম, ইকবাল হোসেন, মমিনুল ইসলাম, দর্শনা পৌর যুবদলের সাধারণ সম্পাদক নাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চঞ্চল, হাসিবুল হক হাসু, আপু সুলতান, মো. শহিদুল, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিম মেহফুজ মিল্টন, জাহান আলী, সাইদুর রহমান, মান্নান মাস্টার, হাসু, সজিব প্রমুখ।