দর্শনা অফিস: দর্শনা স্বর্ণকারিগর সংগঠনের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে দর্শনা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশ নিয়ে গাংনী জুয়েলার্স কারিগর একাদশকে ৪১ রানে হারিয়ে দর্শনা জুয়েলার্স কারিগর সংগঠন জিতেছে। খেলাটি পরিচালনা করেনপিয়ারুল, সাইদুর, পলাশ ওমিজান। উপস্থিত ছিলেন জুয়েলার্স মালিক সমিতির উপদেষ্টা সুধির কুমার শান্তারা, সভাপতি আসলাম আলী, সাধারণ সম্পাদক মনা শান্তারা, দেবু, আলীম, সাপু প্রমুখ।