দর্শনায় আ.লীগে যোগদান অনুষ্ঠানে এমপি আলী আজগার টগর

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে আ.লীগের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান

 

দর্শনা অফিস: দর্শনা জয়নগর, পরানপুর ও ঈশ্বরচন্দ্রপুর থেকে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী আ.লীগে যোগদান করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের হাতে হাত দিয়ে নেতাকর্মীরা আ.লীগে যোগদান করে। যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছাসহ বরণকালে এমপি টগর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা দেশে অব্যাহত রয়েছে উন্নয়নমূলক কার্যাক্রম। সরকারের উন্নয়নে হিংসা করে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট অহেতুক অরজকতা সৃষ্টি করে উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টায় মেতেছে। আমরা সকল বাধাকে পেছনে ঠেলে সামনের দিকে এগিয়ে যাবো দেশকে। জনবিচ্ছিন্ন বিএনপি-জামায়াত বুঝে গেছে দেশের মানুষ এখন তাদের সাথে নেই। জনগণ আ.লীগের দেশ পরিচালনায় খুশি হয়ে সারাদেশে দলেদলে আ.লীগে যোগদান করতে শুরু করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে অনুপ্রাণিত হয়ে জয়নগর, ঈশ্বরচন্দ্রপর ও পরানপুরের কুদ্দুস, নেপাল, খলিল শিপলু, সুলতান ও তারিকের নেতৃত্বে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী আ.লীগে যোগদান করেছেন।উপস্থিত ছিলেন-চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাবেক হাউলী ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম, আ.লীগ নেতা গোলাম ফারুক আরিফ, আলী মুনসুর বাবু, মোশাররফ হোসেন, মসলেম জোয়ার্দ্দার, বিল্লাল হোসেন, যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, আশরাফুল আলম বাবু, সোলায়মান কবির, আ. হাকিম, কুদ্দুস, সালাম, ফারুক, আজল, রহিত, জলিল প্রমুখ।