ট্রাকের ধাক্কায় আছড়ে পড়ে পথচারী বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গা বদরগঞ্জ-খাড়াগোদা সড়কের ভুলটিয়ার মোড়ে দুর্ঘটনা

 

বদরগঞ্জ প্রতিনিধি: ট্রাকের ধাক্কায় আছড়ে পড়ে চুয়াডাঙ্গা ভুলটিয়ার সবেদ আলী নামক এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে বদরগঞ্জ-খাড়াগোদা সড়কের ভুলটিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবেদ আলী ভুলটিয়া গ্রামের মৃত খোকাই মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সবেদ আলী ক্ষেত দেখার জন্য গ্রামের অদূরবর্তী বড় খাল মাঠের উদ্দেশে রওনা হন। খাড়াগোদা-বদরগঞ্জ সড়কের ভুলটিয়া মোড়ে পেছন থেকে তাকে ট্রাকে ধাক্কা দেয়। গুরুতর আহত হন সবেদ আলী। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। চিকিৎসার একপর্যায়ে বেলা ১১টার দিকে তিনি মারা যান। লাশ নেয়া হয় নিজ গ্রামে। আত্মীয়স্বজনের আহাজারিতে গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে। ঘাতক ট্রাকটি খাড়াগোদারই এক ব্যবসায়ীর বলে জানা গেলেও বিস্তারিত জানা যায়নি।