টিপ্পনী

 

খবর:(বেগমপুরে মাদককারবারী বাবুর বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার)

 

পুড়ে পুড়ে ভীষণ কালো কয়লা

হাজার ধুলেও যাবে না তার ময়লা

দানা খেকোর মুখে দিলেও ঠুসি

গুলুম ছাড়া খাবে না সে ভুষি।

 

চোর কখোনো সাধু কি আর হবে

পচা বেগুন ভালো হলো কবে

কান কাটাদের লজ্জা-শরম নেই

আসবে কাছে যতোই করো ছেই।

 

রাস্তা ঘাটে ফেন্সি বেচে তারা

কারা যোগায় খাপছাড়া আশকারা

ওই বেটারা রাঘব বোয়াল তাই

কিচ্ছু বলার নাইতো উপায় নাই।

 

-আহাদ আলী মোল্লা