মাথাভাঙ্গা মনিটর: ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএল-এ টানা তৃতীয় ম্যাচহারল সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অন্যদিকে টানা পঞ্চমজয়ের কৃতিত্ব চেন্নাই সুপার কিংসের। সংযুক্ত আরব আমিরাতে আসরের পর্ব শেষে গতশুক্রবার আইপিএল ফিরেছে স্বদেশে ভারতের মাটিতে। গতশুক্রবার রাঁচির মাঠেকলকাতাকে আগে ব্যাটিংয়ে ১৭ ওভারে ১৪৯ রানের টার্গেট দেয় চেন্নাই। জবাবে ১১৪রানে শেষ হয় কলকাতার ১৭ ওভার। এদিন ব্যাট হাতে চেন্নাই সুপার কিংসের নায়ককিউই তারকা ব্রেন্ডন ম্যাককালাম। ৪০ বলে ৫৬ রান করেন এ নিউজিল্যান্ডঅধিনায়ক। আর বল হাতে আলোকিত নৈপুণ্যটা চেন্নাই স্পিনার রবীন্দ্র জাদেজার। ৪ওভারের স্পেলে মাত্র ১২ রান দিয়ে চার উইকেট নেন এ বাঁ-হাতি স্পিনার।ম্যাচে কলকাতার বল হাতে সবচেয়ে সফল নামটি বাংলাদেশ তারকা সাকিব আল হাসানের।৪ ওভারে ২৫ রানে দু উইকেট নেন সাকিব। তবে ব্যাট হাতে রানশূন্য সাকিবনিজের উইকেট দেন প্রথম বলে। ৬ ম্যাচে চার পয়েন্ট নিয়ে তালিকায় আপাতত পাঁচনম্বরে বলিউডি তারকা শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কেকেআর। আর সমান ম্যাচে ১০পয়েন্ট নিয়ে তালিকায় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসেরঅবস্থান দু-এ।