মাথাভাঙ্গা মনিটর: নিজেদের মাঠে টটেনহ্যামেক ২-০ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম। গতকাল শনিবার মাচের ২৭ মিনিটে টটেনহ্যামের হ্যারি কেনের আত্মঘাতী গোলে এগিয়েযায় ওয়েস্টহ্যাম। আর ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্টুয়ার্ট ডওনিং। এজয়ে পয়েন্ট টেবিলের ১৩ থেকে ১৬তম স্থানে উঠে এসেছে ওয়েস্টহ্যাম। আর হেরেওষষ্ঠ স্থান ধরে রেখেছে টটেনহ্যাম। এদিন ম্যাচ শেষে টটেনহ্যামকে ১০ জনের দলনিয়ে মাঠ ছাড়তে হয়। ম্যাচের দ্বিতীয়য়ার্ধে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তেহয় স্পারদের কাবুলকে।