বাজারগোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহ জেলা সদরের মামুনশিয়া উত্তরপাড়ার মাদরাসার সীমানা পাঁচিলে বোমা নিক্ষেপ করেছে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্ত। গতরাত সাড়ে ৮টার দিকে পাঁচিলে বোমা নিক্ষেপ করে। বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। পাঁচিলের অংশ বিশেষ ভেঙে পড়ে। বোমা বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বোমা বিস্ফোরণের খবর পেয়েছি। নেপথ্য খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টির জন্য সন্ত্রাসীরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।