জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার আলীপুরে প্রেমের ফাঁদে ফেলে কিশোরী বান্ধবী স্কুলছাত্রীকে (১৩) দু বন্ধু মিলে উপর্যুপরি ধর্ষণ করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে এইচএসসি পরীক্ষার্থী দু বন্ধু এ ধর্ষণের ঘটনা ঘটায়। বিষয়টি জানাজানি হলে গ্রাম্য মাতবররা বিচার করার প্রতিশ্রুতি দিয়ে তাৎক্ষণিকভাবে দু ধর্ষককে ছেড়ে দেয়। শুক্রবার রাতে এ নিয়ে গ্রামে বিচার সালিসে দু ধর্ষককে ৭৫ হাজার করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, আলীপুর গ্রামের নাসিরউদ্দিন ওরফে দুখুর ছেলে এইচএসসি পরীক্ষার্থী ফরহাদ (১৮) একই গ্রামের এক ৪র্থ শ্রেণির ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তাদের এ সম্পর্ক টিকিয়ে রাখতে দ্যুতিয়ালীর কাজ প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে এইচএসসি পরীক্ষার্থী রুবেল (১৮)। গত বৃহস্পতিবার দুপুরে রুবেলদের বাড়িতে লোকজন না থাকায় তারা দু বন্ধু মিলে ওই বান্ধবীকে ধর্ষণের পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক প্রেমিক ফরহাদের সাথে দেখা করার কথা বলে রুবেল বান্ধবীকে তাদের বাড়িতে ডেকে আনে এবং দু বন্ধু মিলে তাকে উপর্যুপরি ধর্ষণ করে বলে অভিযোগ। তবে এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।