গতকাল শনিবার ১টায় চুয়াডাঙ্গা বার কাউন্সিল ভবনে বাংলাদেশ জাতীয়তাবদী দল, চুয়াডাঙ্গা জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে কমিটির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস এবং সিনিয়র যুগ্মআহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু, যুগ্মআহ্বায়ক যথাক্রমে অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মালিক মজুসহ সকল সদস্যবৃন্দকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। স্বৈরাচারী হাসিনাবিরোধী আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে পৌছানোর লক্ষ্য নিয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির এ আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবদী ছাত্রদল, চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ মনে করেন, নবগঠিত এ আহ্বায়ক কমিটি চুয়াডাঙ্গা জেলা বিএনপিকে একটি শাক্তিশালী সংগঠনে পরিণত করে আগামী দিনের আন্দোলন সংগ্রামে কার্যকরী ভূমিকা রাখার মধ্যদিয়ে এ বাকশালী সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হবে। বাংলাদেশ জাতীয়তাবদী ছাত্রদল, চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ আরও প্রত্যাশা করে, সকল সংকীর্ণতাকে পরিহার করে ব্যক্তিস্বার্থকে উপেক্ষা করে শুধুমাত্র দেশ ও দলের স্বার্থে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেতে পারবেন এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ-উর জামান সিজার, যুগ্মআহ্বায়ক শামীম হাসান টুটুল, শাহজাহান খান, সোহেল আহমেদ মালিক সুজন, তানভীর হোসেন রাজীব ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক কমিটি ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। -প্রেসবিজ্ঞপ্তি।