কার্পাসডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনা : ছাতিয়ানতলার হাবিব মৃত্যুশয্যায়

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা ছাতিয়ানতলার আহসান হাবিব (২৫) ও তার মামাতো ভাই মুজিবনগরের মামুন (২০) মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। আহসান হাবিবের অবস্থা আশঙ্কাজনক। তাকে সঙ্কটাপন্ন অবস্থায় গতরাতে ঢাকার উদ্দেশে নেয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত তার ভাগ্যে কী ঘটেছে তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।

জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার ছাতিয়ানতলার কাওছার আলীর ছেলে আহসান হাবিব ও তার মামাতো ভাই মুজিবনগরের মামুনকে সাথে নিয়ে গতকাল শনিবার বিকেলে কার্পাসডাঙ্গায় কেনাকাটা করে। বিকেলে বাড়ি ফেরার সময় পুলের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। গুরুতর আহত হন দুজন। স্থানীয়দের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আহসান হাবিবের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত ঢাকায় নেয়ার পরমর্শ দেন।