মাথাভাঙ্গা মনিটর: চার ম্যাচ পর অবশেষে জয়ের দেখা পলো বর্তমানচ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস। ভারতীয় প্রিমিয়ার লিগে সংযুক্ত আরব আমিরাতেরপ্রথম পর্বের খেলা চার ম্যাচেই হেরেছিলো মুম্বই। কিন্তু ভারতের মাটিতেনিজেদের মাঠে ফিরে ফিরে তারা অধরা জয়ের দেখা পেয়েছে। গতকাল শনিবার তারা কিংস ইলেভেনপাঞ্জাবকে ৫ উইকেটে হারিয়েছে। এ পাঞ্জাবই এ আসরে এখন পর্যন্ত একমাত্রঅপরাজিত দল ছিলো। মুম্বইরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে পাঞ্জাব সংগ্রহ করে৫ উইকেটে ১৬৮ রান। হৃদ্ধিমান সাহা ৪৭ বলে ৫৯ ও গ্লেন ম্যাক্সওয়েল ২৭ বলেকরেন ৪৫ রান। জবাবে পাঁচ বল হাতে রেছে পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যেপৌঁছে যায় মুম্বই। সর্বোচ্চ ৩৯ রান করেন রোহিত শর্মা। আর কোরি অ্যান্ডরসনকরেন ৩৫ রান।