বেগমপুর দোস্তগ্রামে বাড়িতে ঢিল ছুড়ে চুয়াডাঙ্গা সাতগাড়ির ৩ যুবক গ্যাঁড়াকলে : উত্তমমধ্যম

স্টাফ রিপোর্টার: দর্শনা থেকে ফেনসিডিল খেয়ে বাড়ি ফেরার পথে দোস্ত গ্রামের নিজাম উদ্দিনের বাড়িতে ঢিল ছুড়ে চুয়াডাঙ্গা সাতগাড়ির ৩ যুবক পড়েছে গ্যাঁড়াকলে। বাজারের লোকজন ধরে দিয়েছে উত্তমমধ্যম। অবশেষে পরিবারের লোকজনের জিম্মায় মুক্তি পেয়েছে বখাটে ৩ যুবক। ঘটনাটি ঘটেছে গতরাত ৮টার দিকে।

এলাকাবাসী জানায়, চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ির আলতাব হোসেনের ছেলে হৃদয় হোসেন শিকদার (২২), জিল্লুর রহমানের ছেলে সাব্বির হোসেন সনি (২৪) ও বিল্লাল হোসেনেরছেলে ইব্রাহীম (২৫) প্রায়ই দর্শনা থেকে নেশা করে বাড়ি ফেরার পথে দোস্ত গ্রামের আরব আলীর ছেলে নিজাম উদ্দিনের বাড়িতে ঢিল ছোড়ে। বিষয়টি পরিবারের লোকজন ধরার জন্য সময়ের অপেক্ষা করতে থাকে। গতকাল শুক্রবার একই সময় ওই তিন যুবক মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একই ঘটনা ঘটায়। ঘটনা ঘটিয়ে দ্রুতসটকে পড়ার চেষ্টা করলে বাড়ির লোকজন দোস্ত বাজারে নিজাম উদ্দিনের নিকট ফোন করে। নিজাম উদ্দিন ফোন পেয়ে বাজারে ওই ৩ বখাটে যুবকের মোটরসাইকেল দাঁড় করায়। এ সময় তারা উত্তেজিত হলে বাজারের লোকজন ধরে উত্তমমধ্যম দিয়ে আটকে রাখে। পরে আটককৃতদের বাড়িতে সংবাদ পাঠানো হলে তাদের পরিবারের লোকজন যায় সেখানে। বসে সালিস বৈঠক। সালিস বৈঠকে ওই ৩ বখাটেকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয় বলে স্থানীয়রা জানায়। তবে একটি সূত্র বলেছে, বখাটে যুবকেরা নিজাম উদ্দিনের মেয়েকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে বাড়িতে ঢিল ছুড়ে আসছিলো।