আদালতে মামলা : দৌলতগঞ্জ বাজার কমিটির নির্বাচন ১১ মে পর্যন্ত স্থগিত

জীবননগর ব্যুরো: মনোনয়নপত্র জমা না নেয়ার অভিযোগে আদালতে দায়েরকৃত মামলায় অধিকতর শুনানির জন্য দৌলতগঞ্জ বাজার কমিটির নির্বাচন আগামী ১১ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার আদালতের বিজ্ঞ বিচারক মো. সাজেদুর রহমান উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ আদেশ প্রদান করেন। ফলে তফশিল অনুযায়ী আজ শনিবার অনুষ্ঠিতব্য দৌলতগঞ্জ বাজার কমিটির নির্ধারিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। আদালতের পরবর্তী আদেশ অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

Leave a comment