স্টাফ রিপোর্টার: আগামী ১০ মে থেকে মাইক্রোবাস ও একই ধনের গাড়িতেকালো, রঙিন, মার্কারি ও অস্বচ্ছ কাঁচ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গতকালবুধবারস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। কালোকাঁচের গাড়িতে করে একের পর এক অপহরণের ঘটনা ঘটনায় মন্ত্রণালয় এ সিদ্ধান্তনিয়েছে বলে সূত্র জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ১০ই মে’রপর থেকে এ ধরনের কাঁচ ব্যবহার করলে ব্যবস্থা নেয়া হবে।