শিল্পী খালেদ চৌধুরীর জীবনাবসান

 

স্টাফ রিপোর্টার: ভারতের প্রখ্যাত মঞ্চনির্দেশক, শিল্পী ও গায়ক খালেদ চৌধুরী মারা গেছেন। গতকালবুধবার ভোররাতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৯৪ বছর।অকৃতদার এ মানুষটির বহুমুখী প্রতিভা ছিলো। বাংলা ও হিন্দি থিয়েটারে মঞ্চনির্দেশনার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন তিনি।খালেদাচৌধুরীর জন্ম ১৯১৯ সালের ২০ ডিসেম্বর আসামের করিমগঞ্জে। ছোটবেলায় মা মারাযাওয়ার পর বাবার অত্যাচারে অতিষ্ঠহয়ে তিনি সিলেট শহরে আশ্রয় নিয়েছিলেন।তার প্রথম নাম চিরকুমার দেয়া হলেও বাবা নাম পাল্টে রেখেছিলেন চিররঞ্জনদত্ত চৌধুরী।পরে তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছিলেন খালেদ চৌধুরী।সিলেটেথাকার সময় কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখার সংস্পর্শে আসেন খালেদচৌধুরী। এ সময় তিনি শুধু পোস্টার বা হোর্ডিং আঁকাই নয়, মঞ্চে উঠে হেমাঙ্গবিশ্বাস, নির্মলেন্দু চৌধুরীদের পাশাপাশি গানও গাইতেন। তাদেরই চেষ্টায়শিল্প শিক্ষার জন্য ১৯৪৫ সালে চলে এসেছিলেন কলকাতায়। ভর্তি হয়েছিলেন আর্টস্কুলে। প্রখ্যাত শিল্পী জয়নুল আবেদিনের কাছে তিনি শিল্প শিক্ষায় তালিমনেয়া শুরু করলেও ১৯৪৬ সালের দাঙ্গার পর জয়নুল ঢাকায় চলে যাওয়ায় সেই সুযোগআর তার ঘটেনি। তবে গণনাট্য সংঘে যুক্ত হয়ে শিল্পের নানা শাখায় তিনি কাজশুরু করেছিলেন। এরপর শম্ভু মিত্র বহুরূপী প্রতিষ্ঠা করলে তিনি মঞ্চনির্দেশনার কাজে যুক্ত হন। তার পর থেকে তিনি বহুরূপীর সব নাটকেরই মঞ্চনির্দেশনার কাজ করেছেন।