এলজিএসপি-২ মেহেরপুর জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

 

 

মেহেরপুর অফিস:সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগনের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দেয়ার জন্য ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিতীয় লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) জেলা সমন্বয় কমিটির এক সভা গতকাল বুধবার বেলা ১০টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মণ্ডল, জেলা সমাজসেবার নিবন্ধন অফিসার শাহনাজ পারভীন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শন ফয়সানুল কবীর, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাস্টার, কাথুলী ইউপি চেয়ারম্যান কাবুল হোসেন, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা, মোনাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আসকার আলী, সাংবাদিক রফিক-উল আলম প্রমুখ।