আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীনুজ্জামানকে লাঞ্ছিত করা মামলার আসামি ইউনুচকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
জানা গেছে, উপজেলার বিনোদপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাউসপুর রেনেছা কিন্ডারগার্টেনের শিক্ষক ইউনুচ আলী (২৭) হারদী কলেজ কেন্দ্রের ডিগ্রি পরীক্ষার্থী। ইউনুচসহ ৬ জনকে নকল করার অপরাধে বহিষ্কার করা হয়। গত ২৩ এপ্রিল হারদী কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন শেষে আলমডাঙ্গায় ফিরছিলেন এসিল্যান্ড শাহীনুজ্জামান। হারদী-আলমডাঙ্গা সড়কের কামালপুর বটতলার কাছে পৌঁছুলে সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীনুজ্জামানকে ৩ যুবক লাঞ্ছিত করে। পরে সহকারী কমিশনার বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।ওই মামলার আসামি হিসেবে ইউনুচ আলীকে গতকাল বুধবার সকালে আলমডাঙ্গা থানার এসআই অচিন্ত্য কুমার পাল গ্রেফতার করেন। আজ বৃহস্পতিবার ইউনুচকে আদালতে প্রেরণ করা হতে পারে।