স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলার উদ্যোগে স্বাস্থ্য পুষ্টি বিষয়ক শোভাযাত্রা বের করা হয়। গতকালবুধবার আয়োজিত শোভযাত্রায় ৮টি কাব ও ৩টি স্কাউট দল অংশ নেয় বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নবম বাংলাদেশ নবম স্কাউটস ও দ্বিতীয় সানমো জাম্বুরিতে চুয়াডাঙ্গা জেলার ৬টি মাধ্যমিক বিদালয় অংশ নিচ্ছে। বিদ্যালয়গুলো হলো- দামুড়হুদা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা পাইলট বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়, কেরুজ মাধ্যমিক বিদ্যালয় ও এমএ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।র্যালিতেউপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন, কমিশনার রেজাউল হক, ওলিউল্লাহ সিদ্দিক, সিরাজুল ইসলাম, শাহনেওয়াজ ফারুক প্রমুখ।