জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মেদেনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিলসহ এক চোরাচালানীকে আটক করেছেন। গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মেদিনীপুর-চ্যাংখালী মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, ভারতীয় ম্যাক্সিমাস মোবাইলসেট, সিমকার্ড এবং দেশি টাকাসহ মাদ্রক সম্রাট আব্দুল আলিমকে (১৯) আটক করে বিজিবি। এ ঘটনায় পলাতক রয়েছে সোহাগ ও তাজু নামের আরো দু চোরাচালানী।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মেদিনীপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার নাসির উদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যের একটি বিশেষ টহলদল মেদিনীপুর চ্যাংখালী সড়কের পার্শ্ববর্তী মাঠে অভিযান চালিয়ে ১৭৮ বোতল ভারতীয় ফেনসিডিল, ১টি ভারতীয় ম্যাক্সিমাস মোবাইলসেট, বাংলালিংক সিমকার্ড ও বাংলাদেশি ২শ টাকাসহ গয়েশপুর গ্রামের মৃত টিপু সুলতান ওরফে পুটের ছেলে মাদ্রক সম্রাট আব্দুল আলিমকে আটক করতে সক্ষম হন। এসময় একই গ্রামের খাজা আলীর ছেলে সোহাগ কিন্দুল (১৯) এবং মৃত করিম মণ্ডলের ছেলে তাজু মণ্ডল (৩০) পালিয়ে যায়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৭৪ হাজার ৬৫০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।