স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দৌলদিয়াড়ের প্যাথেডিন সম্রাট মিন্টুকে প্যাথেডিনসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার বাড়ি থেকে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় চুনুরিপাড়ার মৃত রমজান আলীর ছেলে আসাদুল হক মিন্টু (৩৫) এলাকায় প্যাথেডিন সম্রাট হিসেবে পরিচিত। তিনিদীর্ঘ দিন ধরে নেশার ইনজেকশন বিক্রি করেন বলে এলাকায় অভিযোগ রয়েছে। ইতঃপূর্বে বেশ কয়েকবার পুলিশসহ আইনপ্রয়োগকারী সংস্থার হাতে আটকও হন তিনি। ইদানীং দুটি মাদক মামলায় জামিনে ছিলেন। জেলা গোয়েন্দ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মিন্টুর বাড়ি থেকে গতরাত সাড়ে ৮টার দিকে ৩৭ পিস নেশার ইনজেকশনসহ তাকে গ্রেফতার করে।