মাথাভাঙ্গা মনিটর: চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে সার্জিও ৱ্যামোস ও ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে বায়ার্ন মিউনিখকে ৪-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। গতরাত পৌনে একটায় শুরু হওয়া খেলার ১ম আর্ধের ১৬ ও ২০ মিনিটের মাথায় গোল করেন ৱ্যামোস। খেলার ৩৪ ও ৮৯ মিনিটের মাথায় গোল করেন রোনালদো। দু লেগ মিলে বায়ার্নকে ৫-০ গোলের ব্যবধানে হারালো রিয়াল।