দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে লাভলু (৩৫) নামের ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত সোমবার রাতে দামুড়হুদা থানা পুলিশ উপজেলার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। লাভলু উপজেলার গোপালপুর স্কুলপাড়ার আকবর আলীর ছেলে। দামুড়হুদা মডেল থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, গ্রেফতারকৃত লাভলু চরমপন্থি দলের একজন সক্রীয় সদস্য। তার নামে এলাকায় চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।