ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে ৮৬ মেন পিলার থেকে ৮৯ মেন পিলার পর্যন্ত বিজিবি-বিএসএফ সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত সমন্বিত টহল অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ঠাকুরপুর সীমান্ত ফাঁড়ির কমান্ডার হাবিলদার আলমগীর হোসেনসহ ৬ জন এবং ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ১১৯ ব্যাটালিয়নের সীমানগর বিএসএফ মালুয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দীনেশ চন্দ্র সাহাসহ ৬ জন। সীমন্তে হত্যা, নারী-শিশু পাচার, মাদক চোরাচালানীসহ বিভিন্ন বিষয় নিয়ে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে এ সমন্বিত টহলের আয়োজন করা হয়।