মাথাভাঙ্গা মনিটর: বার্সেলোনার ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজেরদিকে ভিয়ারিয়ালের এক সমর্থক কলা নিক্ষেপ করার পর বিশ্বের তাবত ফুটবলাররাবর্ণবাদর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন। নিক্ষেপ করা কলা খেয়ে ফেলার জন্যআলভেজের প্রশংসা করেছেন অনেকেই। ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার আলভেজেরপ্রশংসা করে টুইটারে লিখেছেন, আলভেজ কি ধৈর্যই না দেখিয়েছে! তাকে অনেকধন্যবাদ। বিশ্বকাপে কোনোভাবেই বর্ণবাদী আচরণ সহ্য করা হবে না।বর্ণবাদী যেকোনো আচরণের বিরুদ্ধে আমরা লড়াই করে যাবো।সতীর্থ নেইমার সবার আগে আলভেজকেসমর্থক করে বলেছিলেন, আমরা সবাই বানর। কারণ, আমরা সবাই কলা খাই।নিজেরটুইটারে করা খাওয়া অবস্থার একটি ছবিও তিনি পোস্ট করেছিলেন। আর নেইমারের পথধরেই বিশ্বের তারকা ফুটবলারেরা বর্ণবাদী আচরণের প্রতিবাদ করেছেন। কলা খাওয়াঅবস্থায় ছবি তুলে টুইটারে পোস্ট করেছেন- সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লীগেরনির্বাচিত সেরা খেলোয়াড় লিভারপুলের লুইস সুয়ারেজ। চেলসির তিনব্রাজিলিয়ান-অস্কার, ডেভিড লুইজ ও উইলিয়ান একই ধরণের ছবি পোস্ট করেছেন।কুটিনহো, ফ্রেড বাদ যাননি এ তালিকা থেকে। আর হাল্ক পরিবারের সবাইকে নিয়েকলা খাওয়ার অবস্থায় ছবি তুলেছেন। বাদ জাননি ব্রাজিলের কিংবদন্তি রবার্তোকার্লোস। টটেনহ্যামের টোগোলিজ স্ট্রাইকার ইমানুয়েল আদেবায়োর লিখেছেন, আলভেজকে স্যালুট। ফুটবলে কোনো ধরণের বর্ণবাদের জায়গা নেই।ব্রাজিলেরপ্রেসিডেন্ট দিলমা রুসেফও সমর্থন দিয়েছেন আলভেজকে। তিনি টুইটারে লিখেছেন, আলভেজ সাহসী একটি কাজ করেছে। খেলাধুলা থেকে বর্ণবাদ দূর করতে তার এপ্রতিবাদ অনেক কাজে আসবে। এ ছাড়া কলা খেয়ে ছবি তুলেছেন এসি মিলানেরইতালিয়ান স্ট্রাইকার মারিও বালোতেলি ও ম্যানসিটি তারকা সার্জিও আগুয়েরো।