টিপ্পনী

 

খবর:(আন্দুলবাড়িয়ায় ৪র্থ বিয়ে করতে এসে গ্যাঁড়াকলে)

 

একটা বিয়ে দুটো বিয়ে

তৃতীয় আর চতুর্থ,

বিয়ের ওপর বিয়ে করে

হলেন তিনি ফতুর তো।

 

বিয়ে করেন মাল পানি নেন

যান রাতে ফুলশয্যায়,

লক্ষ টাকা হাতিয়ে তাও

তার নাকি খুব লস যায়।

 

বিয়ের বাতিক খুব বেশি তার

করবে ডজন ডজন,

বিয়ে পোষে একটা সবাই

হালি পোজায় ক’জন।

 

-আহাদ আলী মোল্লা[divider]