মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ কোরিয়ার সাথে বিতর্কিত পানিসীমার কাছে তাজা গুলির সামরিক মহড়া শুরু করেছে উত্তর কোরিয়া।এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এ রকম মহড়াচালাচ্ছে দেশটি।এর আগের বার পিয়ংইয়ংয়ের সামরিক মহড়াকে কেন্দ্র করে দুকোরিয়ার মধ্যে প্রচণ্ড গোলা বিনিময় হয়েছিলো।দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীরএক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় বেলা ২টায় এ মহড়া শুরু হয়েছে এবংদুটি স্থানে প্রায় ৫০টি গোলা নিক্ষেপ করা হয়েছে। তবে এ পর্যন্ত কোনো গোলা দক্ষিণকোরিয়ার পানিসীমানায় গিয়ে পড়েনি।গত মার্চে উত্তর কোরিয়া একই ধরনের মহড়া চালায়।সে সময় কয়েক রাউন্ড তাজা গোলা দক্ষিণ কোরিয়ার পানিসীমায় পড়ার পর দেশ দুটি শ শরাউন্ড গোলা বিনিময় করে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।উত্তর কোরিয়া নতুনপরমাণু পরীক্ষা চালাতে পারে বলে স্যাটেলাইটে তোলা ছবি থেকে আভাস মেলার পর তাজাগুলির এ মহড়া শুরু হলো।