ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল চান জিকো

 

মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিল-আর্জেন্টিনার সাধারণ একটি ম্যাচেই যেখানে পরতে পরতে রোমাঞ্চ, সেখানে বিশ্বকাপের ফাইনাল যদি হয় এ দু দলের মধ্যে, তাহলে কেমন হবে ভাবাযায়! ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো অন্তত চান, ১৩ জুলাই মারাকানায় অনুষ্ঠেয়বিশ্বকাপের ফাইনালটা এ দুদলের মধ্যে হোক। যদি জিকোর কথা ফলেই যায়, তবে সেম্যাচ আখ্যায়িত হবে ধ্রুপদি ফাইনাল হিসেবে।ব্রাজিলিয়ান কিংবদন্তিবলেছেন, আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ আর্জেন্টিনা। তারা মূলত মেসির ওপরনির্ভরশীল। বর্তমান ফুটবলবিশ্বে এটি অনেক বড় নাম। টুর্নামেন্টে কোনোআন্ডারডগের বিপক্ষে চ্যালেঞ্জ নেয়া প্রত্যাশা করি না। আমার মনে হয়, ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালই হবে সবচেয়ে আদর্শ ফাইনাল।৬৪ বছর পরফের ঘরের মাঠে বিশ্বকাপ। ব্রাজিল সমর্থকদের চোখে এখন একটিইস্বপ্নষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতবে সেলেসাওরা। জিকো অবশ্য এ স্বপ্নপূরণে স্কলারির ওপর পূর্ণ আস্থা রাখছেন।বলেছেন, স্কলারি দারুণ কাজ করছে।দলটি দেশের জন্য আরেকটি শিরোপা এনে দেবে, এ ব্যাপারে আমি খুবই আত্মবিশ্বাসী।