খবর:(আলমডাঙ্গার জামজামি-রামদিয়া সড়কে গাছ চুরি)
রাস্তার গাছ কাটিসনে আর ভাই
করিসনে খাই খাই
তোদের জ্বালায় কোথায় যাবো
ছাই।
চোরাই গাছের ভাগ পেয়েছো
পকেট মোটা তাই
বাজার ঘাটে চলো তো হাইফাই
কী করে পাস ঠাঁই?
চুরির পরে বাহাদুরি
গলায় দিয়ে টাই
দিব্যি ঘুরিস বুক ফুলিয়ে
কোন নেতা দেয় লাই?
-আহাদ আলী মোল্লা