গরমের সময় আরো ৩০ মিনিট বেশি পানি সরবরাহ চায় চুয়াডাঙ্গা পৌর নাগরিকরা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকায় তীব্র গরমে পানির চাহিদা বেড়ে গেছে। ফলে পৌরসভা কর্তৃক সরবরাহকৃত পানিতে প্রয়োজন মেটাতে পারছেন না পৌর নাগিরকরা। তারা পৌরসভার পানি সরবরাহ আরো বৃদ্ধির জন্য আবেদন করেছেন। আবেদনপত্রে বলা হয়েছে, সম্প্রতি পৌর এলাকায় পানির চাপ খুব কম। সেই প্রচণ্ড দাবদাহে পানির চাহিদাও বেশি মানুষের। এ পরিস্থিতিতে শুষ্ক মরসুমে প্রতিবার পানি ছাড়ার সময় আরো অতিরিক্ত আধাঘণ্টা বেশি পানি সরবরাহ চেয়েছেন পৌরবাসীরা। গত ২৭ এপ্রিল এ ব্যাপারে ৩২ জন স্বাক্ষরিত একটি আবেদনপত্র চুয়াডাঙ্গা পৌর মেয়রের কাছে প্রেরণ করা হয়েছে।