স্টাফ রিপোর্টার: একের পর এক অপকর্ম করে পার পেলেও পুলিশের গাঁয়ে হাত দিয়ে মুক্ত থাকতে পারেনি লেবু। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
চুয়াডাঙ্গা জেলা শহরে জ্বিনতলা মল্লিকপাড়ার মহির উদ্দীনের ছেলে লেবু নিজে যুবলীগ নেতা বলে পরিচয় দিয়ে বেশ কিছুদিন ধরে ফেরিঘাট রোড ও নিচের বাজার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। কয়েকদিন আগে চুয়াডাঙ্গা ফেরিঘাট সড়কেই এক পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পুলিশ বলেছে, লেবুর বিরুদ্ধে সরকারি কাজে বাধাপ্রদানসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এ মামলায় গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
চুয়াডাঙ্গা সদর থানার এসআই মেহেদী সঙ্গীয় ফোর্স নিয়ে জেলাকাগারের অদূরবর্তী স্থান থেকে গ্রেফতার করেন।