আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা-হরিণাকুণ্ডু উপজেলার মাঝামাঝি গলায়দড়ি নামক ব্রিজের নিকটবর্তী সাইফনের পাশে গতকাল রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদল ৪ জন পথচারীকে বেঁধে রেখে ৪টি বাইসাইকেল, ২টি মোবাইলফোন ও নগদ টাকা কেড়ে নেয়। সংঘবদ্ধ ডাকাতদল পথচারী হরিণাকুণ্ডু উপজেলার ধুলিয়া গ্রামের ছেনু মেম্বারের ছেলে মিঠু, স্বর্গের ছেলে মামুন, একই গ্রামের মজিদ ও পাঁলিয়া গ্রামের একজনের নিকট থেকে ৪টি বাইসাইকেল, ২টি মোবাইলফোন ও বেশ কিছু টাকা ছিনিয়ে নেয়। পরে তাদের চিৎকারে লোকজন গিয়ে তাদেরকে উদ্ধার করে। এ সময় ডাকাতদলের ফেলে যাওয়া একটি মোবাইলফোন উদ্ধার করা হয়।