বেগমপুর প্রতিনিধি: আন্দুলবাড়িয়া কুলতলার বিয়ে পাগলা রাজমিস্ত্রী আব্দুল্লাহ একের পর এক বিয়ে করে এলাকায় চমক সৃষ্টি করেছেন। অবশেষে তিতুদহে ৪র্থ বারের মতো বিয়ে করতে এসে পড়েছেন গ্যাঁড়াকলে।উত্তম-মধ্যম দিয়ে বিয়ের আসরেই দেয়া হয়েছে তালাক। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দুপুরে।
জানাগেছে, রাজ মিস্ত্রীর কাজের সুবাদে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া কুলতলা গ্রামের আব্দুর রহমানের ছেলে বিয়ে পাগল আব্দুল্লাহ ছয় মাস আগে কাজ করতে আসে চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের তিতুদহ সেন্টারপাড়ায়। এখানে সে আগের তিনটি বিয়ের কথা গোপন রেখে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আওয়াল হুজুরের মেয়ে হালিমা খাতুনের সাথে। তিন মাস আগে হালিমার পিতা মসজিদের ইমাম হওয়ার কারণে মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিয়ে নিজেই গোপনে বিয়ে দিয়েদেন হালিমা এবং আব্দুলার। গত শুক্রবার সামাজিকতা রক্ষাকরার জন্য পুনরায় বিয়ের দিনধার্য মোতাবেক বর সেজে বরযাত্রী নিয়ে হাজির হয় আব্দুলা। খাওয়া-দাওয়া শেষে বিয়ের শেষ পর্যায় মেয়ে পক্ষের লোকজন জানতে পারে ইতঃপূর্বে আব্দুল্লাহ আরও তিনটি বিয়ে করেছে। এটি তার ৪র্থ বিয়ে। বিষয়টি জানাজানি হলে বিয়ের আসরেই তালাক করিয়ে নেয় হালিমার। হালকা উত্তম-মধ্যম দেয়া হয় আব্দুল্লাহর। ঘটনাটি নিয়ে এলাকায় বেশ মুখরোচক আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে।