মোটরসাইকেলে চলন্ত অবস্থায় ঘুমন্ত শিশুপুত্রকে সজাগ করতে গিয়ে দুর্ঘটনা

 

মোমিনপুর প্রতিনিধি: মোটরসাইকেল চলন্ত অবস্থায় সামনে বসে থাকা ঘুমন্ত দু বছরের শিশুপুত্রকে ডাকতে গিয়ে অসাবধানতায় কালভাটের সাথে ধাক্কা লেগে সেনা সদস্য ও তার স্ত্রী এবং পুত্র তিনজন রক্তাক্ত জখম হয়েছে। দুর্ঘটনাটি গতকাল ঘটে গতকাল রোববার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের হাজরাহাটির পটলা পীরের বাড়ির নিকটবর্তী স্থানে। চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চুয়াডাঙ্গারআলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বড়পুটিমারী গ্রামের হোসেন আলী মালিথার ছেলে ঢাকা ক্যান্টনমেন্টের সেনা সদস্য হাবিবুর রহমান (৩৭) গতকাল সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে স্ত্রী সন্তানকে সাথে নিয়ে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। যাওয়ার পথে হাজরাহাটির পটলাপীরের বাড়ির নিকটবর্তী সড়কের কালভাটের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে ৩ জন রক্তাক্ত জখম হয়। দুর্ঘটনায় সেনাসদস্য হাবিবুরের মুখমণ্ডলসহ বিভিন্ন জায়গায় আঘাত পায়। তাদের একমাত্র ফুঁটফুঁটে সন্তান দু বছরের আরাফাতের মাথায় আঘাত পায়। তবে সেনা সদস্যর স্ত্রী রেশমা খাতুন মোটরসাইকেলের পেছনে বসে থাকায় তিনি সামান্য আঘাত পান। পথচারীদের সহযোগিতায় তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে গতকালই জখম তারা নিজ বাড়িতে ফিরেছে।