ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু শিক্ষার্থী নিহত ও ৬ জন আহত হয়েছে। আহতদের কোটচাঁদপুর ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, খালিশপুর বাজারে শনিবার রাতে দুটি নসিমনের মুখোমুখি সংঘর্ষে সাদিয়া খাতুন (৭) নামে এক শিশু নিহত ও ৬ যাত্রী আহত হয়। নিহত সাদিয়া খাতুন মহেশপুর উপজেলার বগা গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। আহতদের মধ্যে একজনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তিনজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সাদিয়ার পিতা হাবিবুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানান। এ ব্যাপারে মহেশপুর থানায় কোনো মামলা হয়নি।
এদিকে মহেশপুর উপজেলার নওদা গ্রামের নজরুল ইসলামের ছেলে রনি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলো। শনিবার বিকেলে মহেশপুর থেকে হাসাদহ বাজারে যাওয়ার পথে সে মারাত্মক আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সে মারা যায়।