স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় পুলিশের গুলিতে শিবির নেতা নিহতের প্রতিবাদে আজ সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশিবির। গতকাল রোববারসন্ধ্যায় শিবিরের কেন্দ্রীয় নেতা সাইদুর রহমান সাইদ এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, একই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সাতক্ষীরা জেলায়হরতাল ডেকেছে জেলা জামায়াত। জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান এহরতালের তথ্য নিশ্চিত করেছেন।উল্লেখ্য, সাতক্ষীরায়পুলিশের গুলিতে শহর শিবিরের সেক্রেটারি আমিনুর রহমান (২৫) নিহত হন। এ সময়শহর শিবিরের সভাপতি আবু তালেবসহ গুলিবিদ্ধ হন আরও সাতজন। গতকালরোববার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কামাল নগরের একটি মেসে এ ঘটনা ঘটে বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে।প্রতক্ষদর্শীরাজানায়, কামাল নগরে শিবির নিয়ন্ত্রিত একটি মেসে অভিযান চালালে পুলিশেরসাথে শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে এ হতাহতেরঘটনা ঘটে।হতাহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়াহয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে শিবিরের সদস্য ইমরান, আব্দুল গফুর ও তার ভাইআব্দুস সবুরের পরিচয় জানা গেছে।পুলিশ বলেছে ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। ক্রসফায়ারে শিবির নেতা নিহত হয়েছে।