ঝিনাইদহের শৈলকুপায় বিষপানে নববধূর আত্মহত্যা

 

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় বিষপানে শাহানাজ খাতুন (২২) নামের এক নববধূ আত্মহত্যা করেছেন। গতকাল রোববার ভোরে শৈলকুপা উপজেলার হাকিমপুর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হাকিমপুর গ্রামের আফছার আলীর মেয়ে শাহানাজ খাতুনের তিন মাস আগে বিয়ে হয় একই উপজেলার দোহারো গ্রামের জাকির খানের সাথে। প্রেমের সম্পর্ক ধরে তাদের বিয়ে হয়। তবে স্বামী জাকির খানের বাবা-মা এ বিয়ে মেনে নেননি। এ নিয়ে শাহানাজের সাথে তার শ্বশুরালয়ে প্রায়ই ঝগড়া বিবাদ চলে আসছিলো। এসব ঘটনার জের ধরে শাহানাজ খাতুন তার পিতার বাড়ি হাকিমপুর গ্রামে বিষপানে আত্মহত্যা করেন। শাহানাজ ঝিনাইদহ সিটি কলেজে অনার্স চতুর্থ বর্ষে পড়াশোনা করছিলেন। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান মোল্লা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।