জোর করে শেখ মুজিবকে জাতির জনক বলা মূর্খতা

 

স্টাফ রিপোর্টার: জোরকরে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক এবং সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বলাটামূর্খতা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সাবেকপ্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ। গতকালরোববার জাতীয় প্রেসক্লাবে শের-ই বাংলা আবুলকাশেম (একে) ফজলুল হকের ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারীআয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইন ও জোর করে শেখমুজিবুর রহমানকে জাতির জনক এবং সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বলাটা মূর্খতা।এতে করে তাকে অসম্মানই করা হয়। পৃথিবীর কোনো দেশেই এমন নজীর নেই। এটা আসলেআবেগ, অনুভূতি থেকে বলা।ভারতের লোকসভা নির্বাচন প্রসঙ্গে কাজী জাফরবলেন, ১৬ মে ভারতের নির্বাচনের ফলাফল বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট, এফলাফলে গুণগত পরিবর্তন না হলেও পরিমাণগত পার্থক্য অবশ্যই হবে। দেশে একটাগুমোট আবহাওয়া চলছে।উল্লেখ করে তিনি বলেন, নৈরাজ্য, হতাশায় আজ জাতিনিমজ্জিত। তবে এ থেকে জাতি অবশ্যই মুক্তি পাবে। রাজনীতির ইতিহাস এটাই বলে।বর্তমানসরকারকে ফ্যাসিবাদ উল্লেখ করে প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, সরকারের পুরোচরিত্র ফ্যাসিবাদে পরিণত হয়েছে। আর ফ্যাসিবাদের সরকারের আমলে গণতান্ত্রিকআন্দোলন থমকে যায়। তবে এটা খুব বেশিদিন থাকে না। এ সরকার শুধু ফ্যাসিবাদনয় সেই সাথে জনগণের কাছে আধিপত্তবাদের বিষাক্ত থাবা হয়ে দেখা দিয়েছে বলেওমন্তব্য করেন তিনি।