আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ সফল অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির সময় ২টি আড়াই হাতি রামদাসহ সত্য কুমার নামে একজন কামারকে গ্রেফতার করেছে।স্থানীয় দুর্বত্তদের জন্য সত্য কামার অস্ত্র তৈরি করছে-এমন অভিযোগ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলার হারদী গ্রামে অভিযান চালিয়ে ২টি রামদাসহ রামদা তৈরির কারীগরকে গ্রেফতার করে।
জানাগেছে, মিরপুর থানার পোড়াদাহের মৃত শূদ্র কামারের ছেলে সত্য কামার (৬৫) প্রায় ৩০ বছর আগে তার শ্বশুরবাড়ি আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামে চলে আসেন। পরবর্তীতে সত্য কামার হারদী গ্রামেই স্থায়ীভাবে সপরিবারে বসবাস করছেন।গতকাল আলমডাঙ্গা থানা পুলিশ গোপনসূত্রে জানতে পারেন, হারদী গ্রামের সত্য কামার স্থানীয় সন্ত্রাসীদের চাহিদামাফিক দেশীয় অস্ত্র তৈরি করছেন। এ সংবাদ জানার পরপর আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হারদী গ্রামের সত্য কামারের বাড়িতে অভিযান চালান।সে সময় সত্য কামারের বাড়ি থেকে ২টি রামদা উদ্ধার করেন। এ সময় পুলিশ সত্য কামারকে আটক করে থানায় আনেন। পুলিশের জিজ্ঞাসাবাদে সত্য কামার এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে পুলিশসূত্রে জানা গেছে।
ছবি: গ্রেফতারকৃত কামার সত্য ও রামদা।