শৈলকুপায় ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু

 

 

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় আজব আলী (৩৬) নামে এক বাইসাইকেল আরোহী মারা গেছেন। গতকালশনিবার সকালে শহরের স্থানে সিনেমা হল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজব শৈলকুপা উপজেলার নওয়াপাড়া গ্রামের আতর আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আতর আলী নওয়াপাড়া গ্রাম থেকে পেঁয়াজ বিক্রির জন্য শৈলকুপা হাটে আসছিলেন। পথিমধ্যে শহরের সিনেমা হল সড়কে পৌঁছুলে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। ঘাতক ট্রাকটি কেশবপুর গ্রাম থেকে খড়িবোঝাই করে আউশিয়া গ্রামে নুরু মিয়ার ইটভাটায় যাচ্ছিলো।

শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, এ ঘটনায় শৈলকুপা থানায় কোনো মামলা হয়নি। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি।

Leave a comment