মেহেরপুর আশরাফপুর অ্যাম্বিশান কাপ ক্রিকেট টুর্নামেন্টে নাইন কিংস জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর অ্যাম্বিশান এডুকেশান সেন্টারের উদ্যোগে অ্যাম্বিশান কাপ ক্রিকেট টুর্নামেন্টে নাইন কিংস ১৫ রানে জয়লাভ করেছে।গতশুক্রবার বিকেলে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় নাইন কিংস টসে জিতে ব্যাট হাতে নেয়। তারা নির্ধারিত ১২ ওভারের খেলায় ৮ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। দলের পক্ষে তুষার, কাজল ও মনি সর্বোচ্চ ২০ রান করে সংগ্রহ করেন। প্রতিপক্ষ ১০ স্পোর্টসর সানমুন ও রাফিক ৩ টি করে উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে ১০ স্পোর্টস নির্ধারিত ১২ ওভারের খেলায় ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৬ রান করে। দলের পক্ষে রাব্বি সর্বোচ্চ ২৮ রান সংগ্রহ করেন। নাইন কিংসের তুষার ও মাসুম ৩ টি করে উইকেট লাভ করেন। খেলায় বিজয়ী দলের তুষার ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন।

খেলা শেষে আশরাফপুর অ্যাম্বিশান এডুকেশান সেন্টারের পরিচালক রুহুল আমীন ম্যান অব দি ম্যাচ তুষারের হাতে পুরস্কার তুলে দেন। বিপুল পরিমান দর্শক খেলাটি উপভোগ করেন।

Leave a comment