বেনাপোলে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে নিহত ২

 

স্টাফ রিপোর্টার: যশোরেরবেনাপোলের মুশিডাঙ্গা বারোপোতা গ্রামে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষেদুজন নিহত হয়েছেন। গতকালশনিবার সকাল সাড়ে ৯টার দিকে আধিপত্য বিস্তার নিয়েসংঘর্ষের সূত্রপাত হয়। নিহতরা হলেন- বেনাপোল পৌর মেয়র গ্রুপের উত্তরবারোপোতা গ্রামের আব্দুল মাজেদের ছেলে লালন (২৫) ও আওয়ামী লীগের এমপি শেখআফিল উদ্দিন গ্রুপের শিবনাথপুর গ্রামের আনিস উদ্দিনের ছেলে ইমানুর রহমান (২৪)।

পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গতকাল শনিবার সকালসাড়ে ৯টায় আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন গ্রুপের বোমা হামলায় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনগ্রুপের ইমানুর রহমান নিহত হন। এঘটনার পর পাল্টা হামলায় মেয়র লিটন গ্রুপেরসদস্য লালনকে গুলি করে খুন করা হয়েছে।
যশোরের পুলিশ সুপার আনিসুররহমান জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের দুজন নিহতহয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।